Skip to main content

এবার প্রিয়াঙ্কাকে টেক্কা দিয়ে নিকের ব্যাচেলর পার্টি

  • Nik
    Nik

ডেস্ক রিপোর্ট : অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে প্রিয়াঙ্কা-নিক জুটি। ব্যাচেলর পার্টির ছবি শেয়ার করে ইন্টারনেটে ঝড় তুলেছিলেন ভারতীয় এ নায়িকা। প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার ব্যাচেলর পার্টিতে মজলেন নিক জোনাস। শেয়ার করলেন সেই সব ছবিও। বন্ধু-বান্ধবদের সঙ্গে উইকেন্ডে ব্যাচেলর পার্টি করতে দেখা গেল তাকে।

ব্যাচেলর পার্টিতে এবার প্রিয়াঙ্কাকেও টেক্কা দিলেন নিক। ইনস্টাগ্রামে নিজের ব্যাচেলর পার্টির বেশ কিছু ছবিও শেয়ার করেছেন নিক।


 
কখনও মাথায় সেলর ক্যাপ, ক্যাজুয়াল টি-শার্টে সি-বিচে ধরা দিলেন নিক। আবার কখনও কালো ব্লেজারের সঙ্গে মানানসই ট্রাউজার ও শার্টে ক্লাসিক লুকে দেখা গেল তাকে।

নিক আগেই জানিয়েছেন, বিয়েতে তার তরফে উপস্থিত থাকবেন ভাই জো জোনাস, কেভিন জোনাস ও ফ্রাঙ্কলিন জোনাস। এছাড়াও থাকবেন প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া ও ঘনিষ্ঠ বন্ধু জোনাথন এম টাকার।

শোনা যাচ্ছে, ডিসেম্বরে জোধপুরে গাঁটছড়া বাঁধবেন নিক-প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই, বিয়ের লাইসেন্সও পেয়ে গেছেন তারা।