Skip to main content

ঐক্যফ্রন্টের সঙ্গে ফের সংলাপ বুধবার

  • ঐক্যফ্রন্টের সঙ্গে ফের সংলাপ বুধবার
    ঐক্যফ্রন্টের সঙ্গে ফের সংলাপ বুধবার

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দ্বিতীয় সংলাপ আগামী বুধবার (৭ নভেম্বর) হতে যাচ্ছে। ওই দিন বেলা ১১টায় গণভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের সাড়ে ৩ ঘণ্টা সংলাপ হয়।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে বসতে চেয়ে চিঠি পাঠায়। রাতেই তাদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

গণফোরাম সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফোন করে সময় জানিয়েছেন। আগামী ৭ নভেম্বর বেলা ১১টায় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কে কে অংশ নেবেন তা জানতে চাইলে মোস্তফা মহসিন মন্টু বলেন, সোমবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতিমধ্যে এই জোট বিভিন্ন আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে। এবারের বৈঠকে এই বিশেষজ্ঞদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১ নভেম্বর ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের প্রথম বৈঠকটি করে। ওই দিন গণভবনে সন্ধ্যা সাতটার দিকে সংলাপ শুরু হয়ে শেষ রাত সাড়ে ১০টায়। সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে শুধু তিনি বলেছিলেন, তারা সংলাপে সন্তুষ্ট নন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা। ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় থাকার কথা থাকলে শেষ পর্যন্ত তিনি আর যোগ দেননি।

সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ কক্ষে ঢুকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সংলাপের শুরুতেই সূচনা বক্তব্য দেন তিনি।

গণফোরাম, বিএনপি, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।