Skip to main content

কর্নেল (অব.) জাফর ইমামের মনোনয়ন ফরম ছিনতাই!

  • জাফর ইমামের

ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাওয়া কর্নেল (অব.) জাফর ইমামের মনোনয়ন ফরম ছিনতাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তিনি মঙ্গলবার ধানমণ্ডি কার্যালয়ে ফরম জমা দিতে পারেননি।জানা গেছে, কর্নেল (অব.) জাফর ইমাম ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মঙ্গলবার তিনি কার্যালয়ে ফরম জমা দিতে যান।

কার্যালয়ের সামনে এসে মনোনয়ন ফরম রাখা তার ব্যাগটি খোঁজেন। কিন্তু দেখেন গাড়িতে তা নেই। খোয়া গেছে! বিষয়টি তিনি দলের নীতিনির্ধারকদের জানিয়েছেন। এ বিষয়ে জাফর ইমাম জানান, তার মনোনয়ন ফরম ছিনতাই হয়েছে বলা যায় না, মিসিং হয়েছে। এর বেশি কিছু তিনি বলতে চাননি। তিনি জানান, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ বিষয়ে জানানো হয়েছে।