Skip to main content

জটিল টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত অন্তত ১ লাখ শিশু-কিশোর

  •  ডায়াবেটিসে

আমাদের দেশে বর্তমানে অন্তত ১ লাখ শিশু-কিশোর জটিল টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, ফাস্টফুড, খেলাধুলার অভাব আর স্থূলতা থেকেই এ রোগে আক্রান্ত হচ্ছে শিশু-কিশোরা। যার ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে তারা। স্বাভাবিক জীবন যাপন থেকেও হচ্ছে বঞ্চিত। পরিবার থেকেই এ রোগ প্রতিরোধের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

৮ বছর বয়সী নাফিসা এসেছে গাজীপুর থেকে। প্রতি মাসেই চিকিৎসকের কাছে যেতে হয় তাকে। সামিয়া ও নাফিসা দুই জনই টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত। ১ বছর আগে রক্তে ইনসুলিন ঘাটতির বিষয়টি ধরা পড়ে তাদের।


 
আঠারোর নিচে বয়স, এমন অনেকেই চিকিৎসা নিতে আসেন রাজধানীর বারডেম হাসপাতালে। সারা দেশে এ সংখ্যা লাখেরও বেশি। চিকিৎসকরা বলছেন, অলস জীবন ও ফাস্টফুড জাতীয় খাবারের কারণে মুটিয়ে গিয়ে অস্স্থু হচ্ছে শিশুরা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে হার্ট, লিভার ও কিডনিসহ শরীরের গুরুত্বপুর্ণ অঙ্গ। তাই স্কুল ও পরিবার থেকেই ডায়াবেটিস প্রতিরোধে জোর দিচ্ছেন চিকিৎসকরা।

ডায়াবেটিক সমিতির হিসেবে, দেশে নিবন্ধিত ডায়াবেটিস রোগি ৭১ লাখ। এর মধ্যে অন্তত ৫৭ ভাগ আক্রান্ত হওয়ার বিষয়টিও জানেন না। সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন