Skip to main content

বাইতুল মুকাদ্দাসে প্রাণীদের বন্ধু ফিলিস্তিনি ‘আবু হুরাইরা’ (ভিডিও)

  • Baitul Mukaddas
    Baitul Mukaddas

ডেস্ক রিপোর্ট : একাধারে ৩০ বছর বাইতুল মুকাদ্দাস চত্বরের বিড়াল ও পাখিদের খাবার দিয়ে আসছেন ফিলিস্তিনি বৃদ্ধ গাসসান রিফায়ী।

স্থানীয় লোকদের কাছে তিনি রাসূলের (সা.) প্রিয় সাহাবী আবু হুরাইরা নামে পরিচিতি পেয়েছেন, যার অর্থ বিড়ালছানার পিতা।


 
মাসজিদুল আকসা প্রাঙ্গনে গাসসান রিফায়ী প্রবেশ করলেই মসজিদ চত্বরে থাকা সব বিড়াল ও পাখি তার কাছে ছুটে আসে।

সপ্তাহে তিনি চারবার আর’আরা গ্রামের নিজ বাড়ি থেকে এই মসজিদে এসে বিড়াল ও পাখিদের খাবার খাওয়ান।

গাসসান রিফায়ী জানান, যখন নিজের গাড়ি ছিল, প্রতিদিন এসে খাবার দিতেন। দুর্ঘটনায় গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার পর এখন বাসে করে আসেন, যা সময়সাপেক্ষ ও কষ্টকর।

মাসজিদুল আকসা চত্বরের বিড়ালগুলোকে খাওয়ানো প্রসঙ্গে গাসসান রিফায়ী বলেন, ‘রাসূল (সা.) আমাদের বলেছেন— বিড়ালের উপর সদয় হতে। কেন না তারা ভবঘুরে অবস্থায় জীবন-যাপন করে। সুতরাং রাসূল (সা.) যখন আমাদের আদেশ দিয়েছেন, তখন আমরা কেন তাদের খাবার দেব না?’

শুধু মসজিদ চত্বরের বিড়াল ও পাখিই নয়, মসজিদে এসে তার সঙ্গে সাক্ষাৎ করা প্রতিটি মানুষকে বৃদ্ধ গাসসান রিফায়ী কিছু না কিছু উপহার দেন। মসজিদে থাকাকালীন সময়ে শিশুদের উপহার দেয়ার জন্য সব সময় তার ব্যাগে চকলেট, ক্যান্ডি এবং খেলনা প্রস্তুত রাখেন।

সূত্র: এবাউট ইসলাম ডটনেট