Skip to main content

মুঠোফোনের বিজ্ঞাপনে ১ হাজার কোটি ইউরো খরচ ইউরোপে

  • Phone
    Phone

ইউরোপের বিজ্ঞাপনদাতারা ডিজিটাল বিজ্ঞাপনের পেছনে ১০ শতাংশ বেশি ব্যয় করছেন। চলতি বছরের প্রথম ছয় মাসে এই ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটেছে। এই সময় তারা ডিজিটাল অ্যাডে ২ হাজার ৫৭০ কোটি ইউরো ব্যয় করেছেন। যার মধ্যে প্রায় ৫০ শতাংশ অর্থ মোবাইল ফোনভিত্তিক বিজ্ঞাপনে খরচ করা হয়। এই সময়ে প্রায় ১ হাজার কোটি ইউরো এই খাতে ব্যয় করেন বিজ্ঞাপনদাতারা। ২০১৮ সালের প্রথমার্ধকে কেন্দ্র করে তৈরি করা অ্যাডএক্স বেঞ্চমার্ক ও আইএইচএস মার্কিটের যৌথ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

শুধুমাত্র মোবাইল ফোনে ভিডিও অ্যাডের মাধ্যমে দেয়া বিজ্ঞাপনের সংখ্যা ৪ গুণ বেড়েছে। যা মুঠোফোনে দেয়া মোট বিজ্ঞাপনের ৩০ শতাংশ। মূলত, ভিডিওভিত্তিক বিজ্ঞাপনের এমন প্রসারের কারণেই চলতি বছরের প্রথমার্ধে মুঠোফোনে দেয়া বিজ্ঞাপনের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পায়। এই ধরণের বিজ্ঞাপনকে ডিসপ্লে অ্যাডও বলা হয়। আলোচিত সময়ে এই ধরণের বিজ্ঞাপনের প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩ শতাংশ। যা সার্চ অ্যাপে দেয়া বিজ্ঞাপনের চাইতেও বেশি। চলতি বছরের প্রথমার্ধে সার্চভিত্তিক মোবাইল অ্যাপ ও সাইটে দেয়া বিজ্ঞাপনের প্রবৃদ্ধি ১০ দশমিক ২ শতাংশ। বিশেষ করে, পূর্ব এবং মধ্য ইউরোপে ডিসপ্লে অ্যাডের পরিমাণ সবচাইতে বেশি বেড়েছে। প্রথমার্ধে পশ্চিম ইউরোপের তুলনায় এই অঞ্চলদুটিতে ডিসপ্লে অ্যাডের ১৭ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়। যা পশ্চিম ইউরোপে ছিল ১১ দশমিক ২ শতাংশ। আইএইচএস মার্কিট জানায়, চলতি অর্থবছরের শেষে ইউরোপে মুঠোফোন বিজ্ঞাপন বাজার ৫ হাজার কোটি ইউরো ছাড়িয়ে যাবে। নেট ই¤পারেটিভ